ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বিমানের ইঞ্জিনে পাখি, ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রাম থেকে দুবাই এবং মাস্কাটগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের ইঞ্জিনে পাখি ঢোকায় যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম থেকে দুবাইগামী ১৮০ যাত্রী নিয়ে ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি ফ্লাইট এবং ২৫৪ যাত্রীসহ মাস্কাটগামী বাংলাদেশ বিমানের বিজি ১২১ ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিনের ভেতরে কিছু একটা আছে বুঝতে পেরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়।

তিনি আরও বলেন, ইঞ্জিনের মধ্যে কিছু একটা আছে এবং টেকনিক্যাল সমস্যা হচ্ছে জানিয়ে সুরক্ষা এবং যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা ফ্লাইটটি বাতিল করে। বিমানবন্দরে যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ফ্যাসিলিটি নেই, তাই সকালে দুবাই থেকে ইঞ্জিনিয়ারিং টিম এসে বিষয়টি দেখবেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি