বিরুপ আবহাওয়ায় সংকটে বৃহত্তর সিলেটের চা শিল্প
প্রকাশিত : ১৬:১০, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১৪, ৪ জুলাই ২০১৭

বিরুপ আবহাওয়ার কারণে, সংকটে পড়েছে বৃহত্তর সিলেটের চা শিল্প। অতিবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা আর মেঘলা আবহাওয়ায় বেড়েছে, রোগ বালাই, ক্ষতিকর পোকার আক্রমন। এ’কারণে নতুন চা পাতা গজানোর হারও কম। সংশ্লিষ্টদের আশঙ্কা, গত বছরের তুলনায় এবার চায়ের উৎপাদন ৩০ ভাগ কম হবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীকে সাথে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন, মুহাম্মদ নূরন নবী।
দেশে চায়ের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের বাগানগুলোতে, এবার ভরা মৌসুমেও প্রাণচাঞ্চল্য নেই বললেই চলে। কারণ, বিরুপ আবহাওয়া আর পোকা-মাকড়ের উপদ্রপে তেমন গজায়নি নতুন পাতা।
এমনকি, মুঠি ভরে চা পাতা তোলা যাচ্ছে না। অন্যান্য বছরগুলোতে, একই সময়ে যখন ৬০/৭০ কেজি চা পাতা সংগ্রহ করা যেতো, এবার সেখানে মিলছে, মাত্র ১০ থেকে ১২ কেজি।
চায়ের ভালো ফলনের জন্য বৃষ্টির প্রয়োজন হলেও অতিবৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ধুয়ে গেছে ছিটানো কিটনাশক ও সার। সেকারণে বেড়েছে পোকার আক্রমন।
এছাড়া, দেখা দিয়েছে পরিপক্ক পাতা নষ্টকারী ‘লুপাট’ নামে এক ধরণের রোগ। এ’সব কারণে এবার উৎপাদন কমে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।
গবেষকরা বলছেন, বিরুপ আবহাওয়ায় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং বেশি পরিচর্যা প্রয়োজন।
এই প্রক্রিয়ায় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন গবেষকরা।
আরও পড়ুন