ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশের লজ্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

টি-২০ ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বীরের মতোই জিতে নিয়েছিল ২০১৬ সালে চ্যাম্পিয়নদের মুকুট। তবে সেই ধারে এবার ভাটা পড়েছে। ক্রিস গেইল, স্মিথ, ব্রাভো ছাড়া ওয়েস্ট ইন্ডিজ যে কতটা দুর্বল, তার সর্বশেষ প্রমাণ দলটির সদ্য সমাপ্ত পাকিস্তান সফর।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১৪৩ রানের হার। পরের ম্যাচে ৮২ রানের হার। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় পাকিস্তান। গতকাল মঙ্গলবারও করাচিতে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে উইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ ৮ উইকেটে হেরে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

এদিন শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয় নিতে ভুল করেনি ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচে এত বড় ব্যবধানে হারের পর আর পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সাহস দেখায়নি ব্রায়ান লারার উত্তরসূরিরা। তবে ব্যাট করতে নেমে আগের দুই ইনিংসের তুলনায় বেশি রান তুলতে সক্ষম হন ব্যাটসম্যানরা। ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার-স্যামুয়েলস জুটিতে ভর করেই মূলত দেড়শো রানের ঘরে পৌঁছায় তারা। ফ্লেচারের ৪৩ বলে ৫২ রান সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। মার্লন স্যামুয়েলস তোলেন ২৫ বলে ৩১ রান। এ ছাড়া ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রামদিন।

১৫৩ রানের সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ১৬ ওভার ৫ বল খেলেই ১৫৩ টপকে যায় স্বাগতিকেরা। উদ্বোধনী জুটিতে ফখর জামান ৪০ রান এবং বাবর আজমের ৫১ রান-ই মূলত পাকিস্তানকে জয়ের বন্দরের দিকে নিয়ে যায়।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি