ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:২৭, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সোমবার সকাল ১০টায় মরোক্কোর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যান। মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও সামরিক বেসামরিক কমর্কতারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মঙ্গলবার কপ-টুয়েন্টি টু এর উচ্চ পর্যায়ের আলোচনায় ভাষণ দেবেন শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ছাড়াও বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ ৫২ সদস্যের প্রতিনিধি দল রয়েছে। জলবায়ু সম্মেলন শেষে বুধবার রাতে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি