ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিশ্ববাজারে দ্বিতীয় প্রান্তিকে দাম কমেছে স্বর্ণের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০০, ৪ জুলাই ২০১৭

বিশ্ববাজারে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণের আউন্সপ্রতি দাম বেড়েছিল ৮ দশমিক ৬৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে এ বাজার প্রবণতা অব্যাহত থাকেনি স্বর্ণের। স্বর্ণের আউন্সপ্রতি দাম কমেছে দশমিক ৭৪ শতাংশ। পণ্যবাজার বিশ্লেষক ও তথ্যসেবা প্রতিষ্ঠান সিকিং আলফার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য মতে, কমোডিটি এক্সচেঞ্জে দ্বিতীয় প্রান্তিকের শেষ দিন আউন্সপ্রতি দাম স্থির হয় ১ হাজার ২৪২ ডলার ৩০ সেন্টে। প্রথম প্রান্তিকে স্বর্ণের আউন্সপ্রতি দাম ছিল ১ হাজার ১৪৬ ডলার ৫০ সেন্ট থেকে ১ হাজার ৩০০ ডলার ৩০ সেন্ট সীমার মধ্যে। এ সময় পরিধিতে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ১৭ এপ্রিল।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বাজারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বছরটি শুরু হয়েছিল দরপতনের মধ্য দিয়ে। বছরের প্রথম দিনই স্বর্ণের প্রতি আউন্স প্রথম প্রান্তিকের সর্বনিম্ন দরে লেনদেন হয়। ২০১৬ সালের প্রথম দিনও ওই বছরের বিচারে সর্বনিম্ন দরে স্বর্ণ বেচাকেনা হয়েছিল।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে স্বর্ণের বাজারদর কমেছিল ১০ দশমিক ৪৬ শতাংশ। পরের বছর এতে ব্যাপক পরিবর্তন আসে। ওই বছর স্বর্ণের আউন্সপ্রতি বাজারদর ৮ দশমিক ৬৬ শতাংশ বাড়ে, যে প্রবণতা অব্যাহত ছিল চলতি বছরের প্রথম প্রান্তিকেও।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি