ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ধর্মঘট পালন করছে

প্রকাশিত : ১৭:৩৯, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান ও প্রত্যাশিত পদ না পাওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছে। পরিবহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় কার্যত অচল রয়েছে। পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য ও শাটল ট্রেনের এক চালক আহত হয়েছেন। সকাল আটটার দিকে প্রথম শাটল ট্রেনটি নগরীর ঝাউতলা স্টেশনে পৌঁছালে চালককে নামিয়ে আটকে রাখে আন্দোলনকারীরা। পরে চালককে উদ্ধার করা হলেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পদবঞ্চিত নেতা-কর্মীরা বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরেও তালা লাগিয়ে দেয়। এ’কারণে শিক্ষকদের বহন করা কোনো বাস বিশ্ববিদ্যালয় থেকে শহরে যেতে পারেনি। এ’ছাড়া শহর থেকেও কোনো বাস বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি