ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ আমিরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বসবাসের দিক থেকে বিশ্বের দ্বিতীয় নিরাপদ রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে এসেছে।ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ‘হুইস’ এর প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

এ তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। কিন্তু ম্যাগাজিনটির প্রতিবেদনে আমিরাত ও আইসল্যান্ড দুই দেশকেই সমান ৬ দশমিক ৬ পয়েন্ট দেওয়া হয়েছে।

ম্যাগাজিনটিতে মোট ২০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। ওই তালিকা তৈরি করতে তারা মূলত ওয়ার্ল্ড ইকোনোমিক ফান্ড, ওয়ার্ল্ড রিস্ক রিপোর্টসহ আন্তর্জাতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছে।

এছাড়াও তালিকা তৈরিতে তারা প্রতিটি দেশের অপরাধ, প্রাকৃতিক দুর্যোগের মাত্রা, স্বাস্থ্য ও অন্যান্য ঝুঁকিও মাথায় রাখেন। 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি