বিশ্বের সবচেয়ে বুড়ো: বয়স ১১৩
প্রকাশিত : ১৫:৫৫, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:১৪, ২৬ জুলাই ২০১৮

যে বছর অ্যালবার্ট আইনস্টাইন রিলেটিভিটি তত্ত্বে নিজের পেপার প্রকাশ করেছিলেন, সে বছর মাসাজো নোনাকা জন্মগ্রহণ করেছিলেন। সালটা ছিল ১৯০৫। সে হিসেবে নোনাকার বয়স আজ ১১৩ বছর। আর এ বয়স নিয়ে তিনিই হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নাগরিক।
গিনিস অনুসারে নোনাকা তাঁর ছয় ভাই ও এক বোনের সঙ্গে জাপানের হোক্কাইডোর একটা ছোট গ্রামে বেড়ে ওঠে। ১৯৪১ সালে হাতসুনো নামক এক মহিলাকে তিনি বিয়ে করেন এবং তাঁদের পাঁচ সন্তান জন্ম নেয়।
নোনাকা তাঁর দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য হিসাবে জানিয়েছেন তিনি মিনারেল সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেন এবং মিষ্টি ভালবাসেন। তাঁর মেয়ে গিনেস কর্তৃপক্ষকে জানিয়েছে, তিনি চিন্তামুক্ত জীবন কাটান।
আজকাল তাঁর দিন কাটে সকালে প্রাতরাশের পর খবরের কাগজ পড়ে তারপর সামুরাই শো এবং সুমো রেসলিং দেখে এবং দুটো পোষা বেড়াল হারু এবং কুরোর দেখাশোনা করে। জাপানের মানুষের দীর্ঘদিন বাঁচার একটা ইতিহাস বরাবর লক্ষ্য করা যায়। কিন্তু জন্মহার কমে যাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এমজে/
আরও পড়ুন