বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা ঘটেছে ২৫ মার্চ
প্রকাশিত : ১১:১২, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১১:১২, ১৩ মার্চ ২০১৭
একাত্তরের ২৫ মার্চ ঘটেছে বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা। কিন্তু পকিস্তান তা নিয়ে মিথ্যাচার করছে-অস্বীকার করছে। পাকিস্তানী বাহিনীর সেই ভয়াবহ নৃশংসতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এখনই কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথা বলছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের মত এরমধ্য দিয়ে আসতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি। একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন তারা।
২৫ মার্চ, ১৯৭১। ঘুমন্ত বাঙালির ওপর ইতিহাসের ঘৃন্যতম গনহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। শহীদ হয় অসংখ্য মানুষ।
সোমবার সংসদে দিনটিকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালনে সর্বসম্মত প্রস্তাব নেযা হয়।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলছেন, মিথ্যচার করে পাকিস্তান যেন গণহত্যার দায় এড়াতে না পারে তার জন্য কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করা প্রয়োজন-বলে মনে করেন শহীদ বুদ্ধিজীবী কন্যা নুজহাত চৌধুরী।
সারা দেশে ২৫ লাখ গাছ লাগানোর মধ্যদিয়ে গণহত্যা দিবস পালন করবে ঘাতক দালাল নির্মূল কমিটি।
আরও পড়ুন