ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম, মহাসচিব সাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:১৭, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম আফজাল ও মহাসচিব হয়েছেন সাব্বির আহমেদ।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা রাধে শ্যাম রায়।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন আতিয়া নাহার ও রোশনারা আক্তার। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান। কোষাধ্যক্ষ হয়েছেন রেজাউদ্দিন চৌধুরী।

এছাড়া মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৫১ পদে ১০১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ৫৩৫ টি ভোট কাস্টিং হয়েছে।

 

কেআই/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি