ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা আরোরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১১ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:২৯, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের কথা সবাই জানেন। এবার কি তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? সম্প্রতি আরবাজ খানের প্রাক্তন স্ত্রীর ইনস্টাগ্রামের এক পোস্ট থেকে সেই ইঙ্গিতই মিলেছে। যদিও স্পষ্ট করে তিনি কিছুই বলেননি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন এই মডেল-অভিনেত্রীকে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি দিলেন মালাইকা। আর ক্যাপশনে লিখলেন, ‘আমি হ্যাঁ বললাম’।

বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওটাই তাদের প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। কবে বিয়ে করছেন এই প্রেমিক যুগল? প্রায়ই এই প্রশ্নে সম্মুখীন হতে হয় তাদের। এরই মধ্যে সম্পর্কের বয়স চার বছর পেরিয়ে গেছে। আগে অনেক রাখঢাক থাকলেও এখন ব্যাপারটা খোলামেলা। একসঙ্গে ছুটি কাটাতে গেলে ছবিও শেয়ার করেন। প্রকাশ্যেই করেন প্রেম জাহির।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি