ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বীজ আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০৬, ৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

কৃষি বীজে ভেজালের শাস্তি ৩ মাসের কারাদণ্ডের বিধান রেখে বীজ আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ পরিচালনার জন্য বাংলাদেশ কমিনিউকেশন স্যাটেলাইট কোম্পনি গঠনের প্রস্তাব অনুমোদন হয় মন্ত্রিসভায়।  কোম্পানিটিতে ৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন রাখার প্রস্তাব করা হয়েছে। যেখানে ৫’শ কোটি শেয়ার থাকবে। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকবে ১১জন সদস্য। যার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি