ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

‘বীমা খাতকে বাধাগ্রস্ত করছে কমিশন বাণিজ্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বীমা খাতের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে গ্রাহকের অনাস্থা আর কমিশন বাণিজ্য বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো.শফিকুর রহমান পাটোয়ারি। কমিশন বাণিজ্যের কারণেই খাতে ইমেজ সংকট তৈরি হচ্ছে।

মঙ্গলবার ‘বীমা শিল্পের বর্তমান বিরাজমান সমস্যা ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, আমাদের সবাই মিলে কমিশন বাণিজ্যের প্রতিযোগিতা বন্ধ করতে হবে। আমরা এগুলো দূর করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। চলতি বছরই এ সমস্যার সমাধান করতে চাই।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে বলেন, বীমা খাতের সুফল পেতে হলে গতানুগতিক পণ্যের বাইরে নতুন ভাবে চিন্তা করতে হবে।

আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস বলেন, কমিশন সমস্যার সমাধান না করলে নতুন করে বাজার সৃষ্টি করে কোনও লাভ হবে না। এ বছরই এজেন্টদের কমিশন দেওয়ার অনৈতিক প্রতিযোগিতা বন্ধ করতে হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি