ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বুয়েটে কাল ফের আন্দোলন, আজ কর্মসূচি স্থগিত

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২৮, ১০ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় প্রতিবাদে চলা অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল চারটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। তবে আগামীকাল থেকে তারা ফের আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুপুর থেকে দুই ঘণ্টা ধরে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও উপাচার্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি তারা। 

পরে উপাচার্যের ব্যক্তিগত সহযোগীর সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন, উপাচার্য কাউন্সিল অফিসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। তবে সেখানে কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার থাকবে না।

ভিসির পক্ষ থেকে আসা এই প্রস্তাবে রাজি নয় শিক্ষার্থীরা। তাদের দাবি, খোলা জায়গায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপাচার্য তাদের সঙ্গে আলোচনা করবেন।

আই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি