ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

বৃষ্টির কারণে বিসিবি একাদশ ও ইংল্যান্ডের ১ম দিনের খেলা পরিত্যক্ত

প্রকাশিত : ১৬:০০, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:৪১, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বিসিবি একাদশ ও ইংল্যান্ডের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। শুক্রবার <ংঃৎড়হম>সকালে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এম এ আজিজ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় মাঠ শুকাতে বেশ সময় লাগে। পিচ ঢাকা থাকায় ভালই ছিল। কিন্তু, আউট ফিল্ড ভেজা থাকায় ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট মাঠ পরিদর্শন করে এমন সিদ্ধান্ত নেয়। তবে, দ্বিতীয় দিনে যথাসময়ে খেলা শুরু হবে। ৯০ ওভারের খেলা হবে কাল। উভয় দল ৪৫ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। প্রথম প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন সাব্বির। এদিকে, প্রস্তুতি ম্যাচে হঠাৎ করেই ডাক পেয়েছেন পেসার তাসকিন আহম্মেদ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবেন তাসকিন। প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় বিষয়ে ভেন্যু ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, ভেন্যু রেডি ছিল, তবে সকালে বৃষ্টির করণে মাঠের এক পাশ ভেজা থাকায় খেলা হচ্ছে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি