ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বৃহত্তম আইসক্রিম উৎসব আগামীকাল

প্রকাশিত : ১৪:৫৪, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১২, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইগলুর উদ্যোগে রাজধানির বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বুধবার শুরু হচ্ছে দেশের এবারের বৃহত্তম আইসক্রিম উৎসব। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ উৎসব। মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ইগলু জানায়, এবারের উৎসবে আইসক্রিম খাওয়ার পাশাপাশি থাকছে বিনামূল্যে সঙ্গীত, মেহেদী লাগানো এবং শিশুদের খেলাধুলার সুযোগ। শিশুদের জন্য সাড়ে তিনশো টাকা এবং বড়দের জন্য শাতশো টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র প্রবেশ মূল্য দিয়েই দিনভর খাওয়া যাবে অগনিত সংখ্যাক আইসক্রিম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি