ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বে-সরকারী মেডিকেল কলেজ গুলোতে চিকিৎসা শিক্ষার মান যথাযথ ভাবে রক্ষিত হচ্ছে নাঃ স্বাস্থ্য মন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৭, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৭, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশে বে-সরকারী মেডিকেল কলেজ গুলোতে চিকিৎসা শিক্ষার মান যথাযথ ভাবে রক্ষিত হচ্ছে না, অভিযোগ করে, অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। সচিবালয়ে, জেলা-উপজেলা পর্যায়ে, ১৪টি অ্যাম্বুলেন্স এর চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন সরকারের আমলে যত্রতত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক, ল্যাবরেটরী, শিক্ষার উপকরণ; এমনকি অবকাঠামো পর্যন্তও নেই। মানসম্মত চিকিৎসক তৈরী হচ্ছে না; স্বভাবতই তা জনস্বাস্থ্যের জন্যে হুমকি উল্লেখ করে তিনি সর্তক করেন, নীতিমালার শর্ত পূরন না করে যে সব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে এরিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং তা চালু থাকবে। তাই, সংশ্লিষ্টদের নিয়ম মেনেই, প্রতিষ্ঠান পরিচালনার পরামর্শদেন স্বাস্থ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি