ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বেগমগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৩, ১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে সন্দেহজনক ঘোরাঘুরি করায় ৪ জনকে দেশিয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আটককৃতরা হচ্ছেন, জেলার সেনবাগ উপজেলার নুর মোহাম্মদের ছেলে সোহেল (১৮), বেগমগঞ্জের নূর মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম (১৮), হারুনুর রশিদের ছেলে ফিরোজ আহম্মদ (১৫) ও আবুল খায়েরের ছেলে নেয়ামত উল্যা (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রসুলপুর ইউনিয়নের লাউতলী বাজারে সিএনজি যোগে কয়েকজন যুবক এসে ঘোরাঘুরি করে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ছোরা, চাপাতি, রডসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি