ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বেগমগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৭, ৩১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলো, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পলেরহাট গ্রামের মনির হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৯), ফেনী সদর উপজেলার জেরকাচার গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল ওহাব (২২)।

রোববার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  
 
রোববার বিকেল সাড়ে ৪টায় ২মাদক কারবারী গ্রেপ্তারের এবিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। এঘটনায়  বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি