ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৩০ মার্চ ২০২৩

যশোরের বেনাপোলে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হারুন অর রশিদ (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বুধবার (২৯ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট-সাদিপুর সড়কের চৌধুরী সুপার মার্কেটের একটি ঘর থেকে তাকে আটক করা হয়। হারুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় মাদক সিন্ডিকেটের আরও পলাতক ৯ জনকে আসামী করা হয়েছে। 

বিজিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে বিজিবির একটি টহল দল বেনাপোল চেকপোস্টের চৌধুরী সুপার মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে ৬ টি ল্যাগেজ পান। এর মধ্যে একটি ল্যাগেজ থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, হারুনসহ কয়েকজন চোরাচালানী প্রতিদিন গভীর রাতে অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। হারুন আটক হলেও এ সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে বলেও তিনি জানান।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি