ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বেবি পাউডার প্রত্যাহার করল জনসন অ্যান্ড জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ক্ষতিকারক অ্যাসবেস্টস পাওয়া গেছে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে। তাই শিশু-দ্রব্যের খ্যাতনামা এই কোম্পানিটি বাধ্য হয়েছে আমেরিকার বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার প্রত্যাহার করতে।

মার্কিন হেলথ রেগুলেটরস অনলাইনে বেবি পাউডারের একটি বোতল কিনে তা পরীক্ষা করে। সেই পরীক্ষায় অ্যাসবেস্টস পাওয়া গেছে। নিয়মিত এই অ্যাসবেস্টস মিশ্রিত পাউডার ব্যবহার করলে ক্যান্সার হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে মার্কিন এই হেলথ সংস্থাটি।

যার কারণে গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) ১৩০ বছরের শিশু দ্রব্যের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন মার্কিন বাজার থেকে ৩৩ হাজার বেবি পাউডার প্রত্যাহার করে নিয়েছে। যার কারণে এই কোম্পানির শেয়ারের দামও কমে গেছে। শেয়ার বাজারে এর দর পতন ঘটেছে ৬% পর্যন্ত। জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এই ধরনের ১৫ হাজার মামলা চলছে।

তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে কোম্পানির মেডিক্যাল সেফটি বিভাগের প্রধান ড. সুসান নিকোলসন বলেছেন, ‘এক মাস আগে নিজেদের প্রোডাক্ট পরীক্ষা করা হয়, সেখানে কোন অ্যাসবেস্টস পাওয়া যায়নি।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি