ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বেরোবির তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২ আগস্ট ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে ৩ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  


বিষয়টি অধিকতর খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটিও গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

 বরখাস্তকৃত কর্মচারীরা হলেন-ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী  নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব এ্যাটেনডেন্ট  মালেক মিয়া।

গত ২৫ জুলাই ৩ জন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এ বিষয়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় অসদাচারণের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এবং সরকারী কর্মচারী আইন (শৃঙ্খলা ও আপিল)-২০১৮ আইনের বিধি ১২(১) অনুযায়ী শৃঙ্খলা বিনষ্টের দায়ে তাদের সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

এনএম
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি