ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেরোবির ২য় ‘উদ্বোধনী সমাবর্তন’ বুধবার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ৩১ ডিসেম্বর ২০১৯

বেরোবি

বেরোবি

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় উদ্বোধনী সমাবর্তন অনুষ্ঠিত হবে কাল ১ জানুয়ারি ২০২০। 

উদ্বোধনী সমাবর্তন উপলক্ষে কর্মসূচির মধ্যে থাকবে সকাল ৯টায় মিনিটে নবীন শিক্ষার্থীদের নিবন্ধন। ১০টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, নবীন শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা। বেলা ১১টা ১৫ মিনিটে নবীন শিক্ষার্থীদের বরণ, অভিভাষণ এবং বিকাল ৪টায় মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়াও লালনের গান পরিবেশন করবে কুষ্টিয়ার লালন একাডেমি। 

উদ্ধোধনী সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে উদ্বোধনী সমাবর্তনে নিবন্ধন করতে হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি