ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

বেলজিয়ামে পিএইচডি পর্যায়ে বৃত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ৪ এপ্রিল ২০১৮

পিএইচডি পর্যায়ে বৃত্তি দিচ্ছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব লিটারারি স্টাডিজ। এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ বিষয়ে ৪ বছরের জন্য এই বৃত্তি দেওয়া হবে।

এই বৃ্ত্তির জন্য আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বৃত্তিটি কার্যকর হবে চলতি বছরের ১ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে বৃত্তিটি দেওয়া হবে দুই বছরের জন্য। এই দুই বছরের ফলাফলের ওপর ভিত্তি করে আরও দুই বছরের জন্য বৃত্তিটি নবায়ন করা হবে।

আবেদনের নিয়ম

সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে কীভাবে আপনি প্রকল্পটি সম্পন্ন করবেন, তার রূপরেখা দিতে হবে। একটি জীবনবৃত্তান্ত দিতে হবে। পরিচিত দুজনের নাম ও যোগাযোগের পূর্ণ বিবরণ উল্লেখ করতে হবে। একটি পিডিএফ ফাইলে আবেদন পাঠাতে হবে stef.craps@ugent.be এই ই-মেইলে।

বৃত্তিটি সম্পর্কে বিবরণ পাওয়া যাবে www.ugent.be/en/work/vacancies/scientific/phd-schorarship-in-environmenal-humanities-bx826 এই লিংকে।

আবেদনের সময়সীমা

আগামী ৩০ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো, ৪ এপ্রিল ২০১৮, পৃ.১২

একে//টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি