ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বেসিক ব্যাংকের নারী উদ্যোক্তাকে চেক হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বেসিক ব্যাংক লিমিটেডের গ্রাহক মেসার্স গ্রীণ আর্থ এর স্বত্বাধিকারী আফরোজা আক্তারকে ব্যাংকের পক্ষ থেকে নারী উদ্যোক্তা বিনিয়োগের একটি চেক তুলে দেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

এ সময় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যস্থাপক শেখ মোঃ সেলিম, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের প্রধান ডিজিএম মরিয়ম বেগম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি