ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বেস্ট ইলেক্ট্রনিক্সের ১১১তম শো-রুমের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে হিটাচি ব্র্যান্ডের সর্ববৃহৎ অনুমোদিত ডিস্ট্রিবিউটর বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড সোমবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট-এ ১১১তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এটির উদ্বোধন করেন বিশ্বখ্যাত ব্র্যান্ড হিটাচি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চেন টেক বেঙ ও মহাব্যবস্থাপক তরুণ জায়েন।

অনুষ্ঠানে বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক, পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ ও কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের যাত্রা শুরুর পর থেকে দেশব্যাপী এ পর্যন্ত ১১১টিরও বেশি নিজস্ব শো-রুম পরিচালনার মাধ্যমে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নগদ ও সহজ কিস্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেক্ট্রনিক্স সামগ্রী বাজারজাত করছে। ২০১৮ সালের মধ্যে দেশব্যাপী আরো ১৫০টি নিজস্ব শোরুম পরিচালনার মাধ্যমে ক্রেতা সাধারণের পাশে থাকবে বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি।

আর/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি