ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বেস্ট হোল্ডিংসের লেনদেন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর সঙ্গে বেস্ট হোল্ডিংস লিমিটেডের তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্ত্বিক আহমেদ শাহ্, সহকারী মহাব্যবস্থাপক ও লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান মোঃ রবিউল ইসলাম, বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ, কোম্পানি সচিব মোঃ আবুল কালাম আজাদ, শান্তা ইক্যুইটির ভাইস চেয়ারম্যান আরিফ খান, সিইও রুবায়াত-ই-ফেরদৌস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মিসেস মাজেদা খাতুনসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি