ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বৈষম্য দূর করে জীবনমান উন্নয়নে কাজ করবে সরকার: নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ১১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো উস্কানিতে কান না দিয়ে সবাই মিলে মিশে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতে হবে। রবিদাস সম্প্রদায়ের বৈষম্য দূর করে শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে।

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার ওয়ারীতে রবিদাস পাড়ায় রবিদাস জিউ মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

রবিদাস সম্প্রদায়ের নেতৃবৃন্দ জনান, তারা উচ্ছেদ আতঙ্কে আছেন। এ সময় তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্ব দাবি করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন চালিয়েছে তার শিকার সকল সম্প্রদায়ের মানুষ। তাই সকলের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে। সমাজের সর্বস্তর থেকে যদি আমরা বৈষম্য দূর করতে না পারি তাহলে প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জন সম্ভব হবে না। 

নাহিদ ইসলাম বলেন, রবিদাস সম্প্রদায়ের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। রাষ্ট্র এবং সামাজিক কাঠামোতে কীভাবে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় সে বিষয়ে ভাবতে হবে। তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর ব্যবস্থা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি