ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রশাসনিক সংস্কার না হলে 'বিডা' থেকে সুফল মিলবেনা

প্রকাশিত : ০৯:৩০, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৩০, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রশাসনিক সংস্কার না হলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা থেকে সুফল মিলবে না বলে মত দিয়েছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডের পুরানো কাঠামো থেকে এ কতৃপক্ষকে মুক্ত করার পক্ষেও মত দিয়েছেন তারা। বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশনকে একিভূত করে বিডার যাত্রা শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে। বিনিয়োগে গতি আনা, বিদেশি বিনিয়োগ আকর্ষন করা এবং সরকারি কল-কারখানার অব্যবহৃত জমি কাজে লাগানোই হবে যাদের প্রধান কাজ। গেল ৩১’শে জুলাই সংসদে পাশ হয়েছে বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ আইন-২০১৬। তবে এ প্রতিষ্ঠান যেন আগের দুটির মতো আমলা নির্ভর না হয় সেদিকে নজর রাখার আহবান ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। ব্যবসায়ীদের অংশগ্রহন ও আলোচনার সুযোগ কতটা থাকছে তার ওপর এর সফলতা নির্ভর করছে বলে মনে করছেন তারা। তারা বলছেন, সরকারের অব্যবহৃত জমি কাজে লাগাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। এছাড়া বিদেশী বিনিয়োগ বাড়াতে প্রচারণার দিকে বেশি নজর দেয়ার কথাও বললেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি