ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের কৃষকরা

প্রকাশিত : ১৪:৫০, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫০, ২ জানুয়ারি ২০১৭

সবজি গ্রাম হিসেবে পরিচিত গোপালগঞ্জের রঘনাথপুর, সিলনা ও গোপালপুরের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। এ বছর সবজির ফলন ভালো হওয়ায় বেশী লাভের আশা করছেন তারা। এছাড়া চাষীরা বলছেন সরকারের সহযোগিতা পেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। গোপালগঞ্জের বিস্তীর্ন গ্রামাঞ্চলের ক্ষেত খামারগুলো লালশাক, পুইশাক, ধনেপাতা, পাতাকপি, ফুলকপি, উচ্ছে, ঢেড়শ-সহ নানা শাক-সবজিতে ভরপুর। এসব গ্রামে মুলত অন্য ফসলের আবাদ হয়না। শাক-সবজি চাষ করেই চলে এখানকার জীবন-জীবিকা। এসব শাক-সবজি গোপালগঞ্জের চাহিদা মিটিয়ে চলে যায় আশ-পাশের জেলাগুলোতেও। এবারে ফলন ভালো হওয়ায় বেশ খুশি কৃষকরা। এদিকে এবছর অন্ততঃ ২ কোটি টাকার সবজি বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন জেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরো বেশী সবজি উৎপাদন সম্ভব বলে মনে করছেন এসব অঞ্চলের কৃষক।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি