ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ব্যাংক এশিয়া ফাউন্ডেশনে ইসলামিক ব্যাংকিংয়ের চেক হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৭, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী  ইসলামিক ব্যাংকিং ডিভিশনের পক্ষ থেকে কমপেনসেশন তহবিলের চেক ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করছেন।

এই অর্থ সমাজকল্যাণ ও জনহিতকর কাজে ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয় করা হবে। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য  রুমি এ হোসেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, হেড অব ইসলামিক ব্যাংকিং (চলতি দায়িত্ব) এবং অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি