ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়া ম্যানেজমেন্ট ট্রেইনি’দের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া ৪২ জন ম্যানেজমেন্ট ট্রেইনি’দের জন্য ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে । ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন মঙ্গলবার রাজধানী ঢাকার লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি) এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, মানব সম্পদ বিভাগের প্রধান কে এস নাজমুল হাসান, প্রশিক্ষণ প্রধান আজহারুল ইসলাম, লালমাটিয়া শাখার প্রধান (চলতি দায়িত্ব) কৃষ্ণা সাহা এবং বিএআইটিডি-এর এভিপি সুজিত কুমার সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়া সর্বদা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিভাগ এ বিষয়ে সর্বদা সচেষ্ট এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি