ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১০:৩১, ২৩ ডিসেম্বর ২০১৯

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে এবার ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৯। ২১ ডিসেম্বর ২০১৯, রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় তোমাদের চোখে আগামীর বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিশুরা রংতুলির চিত্রপটে তাদের স্বপ্নের বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।  অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, প্রতিযোগিতার প্রধান বিচারক প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন ও মোঃ সাজ্জাদ হোসেন এবং উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতার বিচারক প্যানেলে আরো ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের সিনিয়র নির্দেশক (উপ-পরিচালক) খন্দকার রেজাউল হাসেম রাশেদ এবং গাইড লেকচারার মাহবুবুর রহমান সুজন। প্রতিযোগিতায় ৫ টি ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া পরিবারের ৪০০ এর অধিক শিশু অংশগ্রহণ করে।   

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি