ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ব্যাংক এশিয়ায় ইসলামিক ব্যাংকিং কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে ঢাকা ও পাশ্ববর্তী ৪৭টি শাখার প্রধানদের অংশগ্রহণে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মসূচি সম্প্রতি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক ব্যাংকিং ব্যক্তিত্ব এম আযীযুল হক।

কর্মসূচিটির উদ্বোধন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, মিঞা কামরুল হাসান চৌধুরী, মোহাম্মদ বোরহান উদ্দিন ও মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের এসভিপি ও ইসলামিক ব্যাংকিংয়ের প্রধান (চলতি দায়িত্ব) এ কে এম মীজানুর রহমান। অংশগ্রহণকারী শাখাপ্রধানদের ব্যাংকের অনলাইন ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানের নীতি ও পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি