ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ব্যাংকে আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ১ জুন ২০২০ | আপডেট: ২৩:২২, ১ জুন ২০২০

করোনা মহামারীরতে ছোট-বড় ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষদের কম সুদে ঋণ এককালীন নগদ টাকাসহ নানা ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। ব্যাংক আমানতকারীদের বিলম্ব ফি মওকুফ করেছে সরকার।

সোমবার (১ জুন) কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এমন একটি নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, ব্যাংকে কোনো আমানতকারী গত এপ্রিল-মে মাসে ডিপিএস বা অন্য কোনো সঞ্চয়ী হিসাবের টাকা নির্ধারিত সময়ে জমা দিতে না পারলেও তার কাছ থেকে কোনো বিলম্ব ফি নেওয়া যাবে না। কিস্তি পরিশোধ না করার কারণে তা বন্ধ বা বাতিলও করা যাবে না। এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি পরিশোধের জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কারও থেকে অতিরিক্ত অর্থ নিলে তা ফেরত দিতে বলা হয়েছে।

গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। এই সময়ে সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকলেও জরুরি কাজ ছাড়া কাউকে না যেতে নির্দেশনা দেওয়া হয়। এতে অনেক আমানতকারীর পক্ষে তাদের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও বিভিন্ন সঞ্চয়ী আমানতের কিস্তি নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দেওয়া সম্ভব হয়নি। 

অন্যদিকে করোনাকালে দেশের ৭৪ শতাংশ পরিবারের আয় কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোমবার গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ মহামারীর কারণে সব শেণি-পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সঙ্কটের সময় ঋণ গ্রহীতাদের নানা সুবিধা দেওয়া হলেও আমানতকারীদের বিষয়ে কিছু বলা হয়নি।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি