ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলিয়ান ফুটবলার অলিভিয়েরার জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৪৬, ৬ মে ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

রিকার্ডো অলিভিয়েরা ব্রাজিলিয়ান ফুটবলার। খেলেছেন জাতীয় দল ও ক্লাব পর্যায়ে। ১৯৮০ সালের ৬ই মে ব্রাজিলের সাও পাওলো শহরে জন্মগ্রহণ করেন অলিভিয়েরা। পুরো নাম রিকার্ডো ডি অলিভিয়েরা। তবে সবার কাছে অলিভিয়েরা নামেই বেশী পরিচিত এ ব্রাজিলিয়ান ফুটবলার। ছোট বেলা থেকেই ফুটবলের খেলতেন অসধারণ ফুটবল।  আর অল্প সময়ে ভাল ফুটবল খেলায় সবার নজর কাড়েন। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় সুনামের সাথে খেলতে থাকেন তিনি । এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে জড়িয়ে পড়েন তিনি। পেশাদার ফুটবলে তার প্রথম ক্লাব করিন্থিয়ান্স। এ ক্লাবে স্ট্রাইকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর যোগ দেন পর্তুগীজা ক্লাবে। ২০০৩ সালে যোগ দেন ব্রাজিলের শীর্ষ ক্লাব সান্তোসে।  এ সময় তার ফুটবল নৈপুন্যে ইউরোপিয়ান ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখায়। তবে, অন্য কোন দলে না গিয়ে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। ক্লাবটিতে অবশ্য খেলেছেন মাত্র দুই মৌসুম। ২০০৪ সালে যোগ দেন আরেক স্প্যানিশ ক্লাব বেটিসে। ২০০৬ সালে খেলেছেন ইতালিয়ান শীর্ষ ক্লাব এসি মিলানে। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন আরব আমিরাতের দল আল জাজিরায়। মাঝে আরেক অ্যারাবিয়ান দল আল ওয়াসেলে খেলেছেন তিনি। ২০১৫ সালে যোগ দেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। এখন পর্যন্ত এই ক্লাবটির হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন আলেক্সান্ডার অলিভিয়েরা। প্রথম অনুর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় দীর্ঘদেহী এ ফুটবলারের। বয়স ভিত্তিক দলের হয়ে দূর্দান্ত খেলে নির্বাচকদের মন কাড়েন। এরপর অনুর্ধ্ব-২৩ দল হয়ে ২০০৪ সালে মূল জাতীয় দলে ডাক পান। বর্তমানে জাতীয় দলের বাইওে থাকলেও আবারো দলে ফেরার স্বপ্ন দেখছেন আলেক্সান্ডার অলিভিয়েরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি