ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ব্রাজিলে ছুরিকাহত প্রেসিডেন্ট প্রার্থীর সফল অস্ত্রোপচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ছুরিকাহতের ঘটনায় অসুস্থ ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী জেইর বুলসুনারোর একটি অস্ত্রপ্রচার করা হয়েছে। গত বুধবার সফলভাবে এই অস্ত্রোপচার করা হয়।  

প্রসঙ্গত, গত সপ্তাহে দলীয় প্রার্থীদের নিয়ে একটি পথসভা র‌্যালিতে নির্বাচনী প্রচারণা চালানো  অবস্থায় এক গুপ্তঘাতক তাকে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতারে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে অস্ত্রোপচার কার হয়।

এই গুপ্তহত্যার ঘটনায় ব্রাজিলের রাজনৈতিক অঙ্গণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ ঘটনায় দেশটির রাজনীতিবিদরা নিন্দা জানিয়েছেন।

ব্রাজিলের সাও পাওলোর আইনিস্টাইন হসপিটালে চিকিৎসাধীন ওই প্রেসিডেন্ট প্রার্থীর সার্জারি সম্পর্কে সংশ্লিষ্ট ডাক্তার বলেন, সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি এর মাধ্যমে তিনি দ্রুত সেরে উঠবেন।

ছুরিকাঘাতে আহত এই প্রেসিডেন্ট প্রার্থী দেশ থেকে দূর্নীতি দূর করাসহ দেশে সু-শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।  

সূত্র: রয়টার্স

এমএইচ/একে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি