ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই
প্রকাশিত : ১৪:৩০, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩০, ১১ মার্চ ২০১৭
সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।
কয়েকদিন ধরে ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা ও রক্তে ইনফেকশনের রোগে ভুগছিলেন তিনি। ব্রাজিলে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মিজারুল কায়েসের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি শিল্প-সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন মিজারুল কায়েস।
আরও পড়ুন