ব্রাজিলে সহিংসতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১শ জন
প্রকাশিত : ১২:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭
ব্রাজিলে গেল ৬ দিন ধরে চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে একশ জন।
বেতন বাড়ানোর দাবিতে গেল শনিবার থেকে ধর্মঘট শুরু করেন বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তারা। ৬ দিনে দক্ষিণ-পূর্বের উপকূলীয় শহর এসপিরিটো থেকে রিও ডি জেনেরিও পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অচলাবস্থার পাশাপাশি হুমকির মুখে পড়েছে নিরাপত্তা। বিভিন্ন রাজ্যে বেড়ে গেছে চুরি-ডাকাতিসহ অপরাধকর্ম। সেনাবাহিনী মোতায়েনের পরও থামানো যাচ্ছেনা সহিংসতা। এদিকে পানি ও পয়নিঃষ্কাশন প্রতিষ্ঠান বেসরকারিকরনের প্রতিবাদে রিও ডি জেনেরিওতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
আরও পড়ুন