ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ব্রাজিলের ফুটবলার জুলিও বাতিস্তার জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৫৬, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জুলিও বাতিস্তা। ব্রাজিলের পেশাদার ফুটবলার। বর্তমানে অরল্যান্ডো সিটিতে খেলছেন এই এটাকিং মিডফিল্ডার। ১৯৮১ সালে আজকের এই দিনে ব্রাজিলের সাও পাওলো শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম জুলিও সিজার ক্লেমেন্ট বাতিস্তা। তবে, সবার কাছে জুলিও বাতিস্তা নামেই বেশি পরিচিত। ফুটবল ক্যারিয়ারের প্রথমে খেলা শুরু করেন নিজ শহরের ক্লাব সাও পাওলো ক্লাবে। যুব ক্যারিয়ারে এই ক্লাবে ভালো খেলে জায়গা করে নিয়েছেন মূল দলেও। ২০০৩ সাল পর্যন্ত সাও পাওলো ক্লাবের হয়ে ম্যাচ খেলেন ৭৫টি। এরপর  দুই মৌসুমের জন্য মাঠে নামেন সেভিয়া ক্লাবে। এই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এই ফুটবল তারকা। ৬৩টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৮টি। এরপর তিন মৌসুমের জন্য খেলেন রিয়াল মাদ্রিদে। আর রিয়ালের হয়ে মাঝে ধারে খেলেন আর্সেনালে। ক্যারিয়ারে ফুটবল খেলেছেন অনেক ক্লাবের জার্সি গায়ে। ২০০৮ সালে খেলেন রোমা ক্লাবে। এছাড়া খেলেছেন মালাগা ও ক্রুজেরু ক্লাবে। আর ২০১৬ সাল থেকে খেলে যাচ্ছেন অরল্যান্ডো সিটির হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন এই দ্ধসঢ়;ক্ষ ফুটবলার। ২০০৩ সালে খেলেন ব্রাজিল অনুর্ধ্ব-২০ দলে। আর ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন ব্রাজিলের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ৪৭টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৫টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি