ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহত ব্যক্তি ডাকাতির চেষ্টা চালিয়েছিল বলে জানায় পুলিশ।

কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম বলেন, রাতে কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে ডাকাতির জন্য একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ওই যুবক। এ সময় অটোরিকশার যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে গণপিটুনি দেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।

একে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি