ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহনে গণধর্ষণ, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহনে গণধর্ষণের ঘটনায় নরসিংদীর এক যুবকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এ তথ্য জানায়। 

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে শহরের ভাদুঘর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নরসিংদির শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিয়াল্লিশ্বর গ্রামের তাজুল ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ তামিম (২১)। 

পুলিশ জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রাঃ লিঃ নামক পরিবহনের একটি বাসের ভিতর এবং রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তামিম টিম্বার মিলের ভিতর এক মহিলাকে (৪০) গণধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টা পেরোনের আগেই অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা জানান, ২৪ ঘণ্টার মধ্যেই ২ জন আসামীকে গ্রেফতার করেছি। পলাতক আসামীকে ধরতে জেলা পুলিশের ৪টি টিম মাঠে কাজ করছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি