ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত, আহত ৪ পুলিশ ( সদস্য )

প্রকাশিত : ১৪:১৬, ২১ জুন ২০১৬ | আপডেট: ১৪:১৬, ২১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সাত্তার নামে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য আব্দুস সাত্তারকে সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে। পরে রাতে তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে গোনারা কবরস্থানের মোড়ে অস্ত্র উদ্ধারে গেলে সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টাগুলি ছুড়লে তার সঙ্গীরা পালিয়ে যায়। সেসসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যায়। পুলিশের দাবি, সাত্তারের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত মুখোশ উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি