ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ব্রিটিশ রাজপরিবারে বিচ্ছেদের সুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ব্রিটিশ সিংহাসনের ২২তম উত্তরাধিকারী ডেভিড আর্মস্ট্রং। বিয়ের ২৬ বছর পর বিচ্ছেদের সুর বেজে উঠেছে তার ঘরে। তার স্ত্রী সেরেনা ও তিনি ঘোষণা দিয়েছেন বিচ্ছেদের।

ডেভিড আর্মস্ট্রং ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ভাতিজা এবং প্রিন্সেস মার্গারেটের ছেলে। মঙ্গলবার তারা বিচ্ছেদের ঘোষণা দেন।

স্ত্রী সেরেনার সঙ্গে তার দুটি সন্তান আছে। বড় সন্তান চার্লসের বয়স ২২ বছর এবং লেডি মার্গারিটার বয়স ১৭ বছর। 

রানীর এলিজাবেথের বোন ও  ডেভিড আর্মস্ট্রংয়ের মা প্রিন্সেস মার্গারেট ২০০২ সালে মারা যান। তার স্বামী প্রথম আর্ল অব স্নোডন ফটোগ্রাফার অ্যান্থনি আমস্ট্রং জোন্সের মৃত্যু হয় ২০১৭ সালে।

প্রসঙ্গত, এই মাসেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন রানীর নাতি পিটার ফিলিপস ও তার স্ত্রী অটাম। তবে দীর্ঘদিন সংসার করার পর ডেভিড আর্মস্ট্রং ও তার স্ত্রী সেরেনার এমন সিদ্ধান্তে আহত হয়েছেন অনেকে।
সূত্র : টাইম সাময়িকী
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি