ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ব্রিটেনে সাংবাদিক ফারজানার ওপর হামলায় বিএফইউজের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২৪ এপ্রিল ২০১৮

ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের সাংবাদিক ফারজানা রূপার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেন, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য বাংলাদেশের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা ব্রিটেনে অবস্থান করছেন ।

বৃহস্পতিবার নিউ ক্যাসেল এলাকায় রিপোর্ট সংগ্রহের সময় একটি সন্ত্রাসী চক্র দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে রূপাকে হত্যার প্রচেষ্টা চালায় এবং ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে যায়।

সাংবাদিক নেতৃবৃন্দ ব্রিটেনের মত একটি সভ্য দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

বিএফইউজে নেতৃবৃন্দ ফারজানা রূপার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে লুণ্ঠিত ক্যামেরা উদ্ধার করার জন্য ব্রিটিশ পুলিশ বাহিনীর প্রতি আহবান জানায়। বাসস

টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি