ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ব্র্যাক ব্যাংক ও বাটার পার্টনারশিপ চুক্তি

প্রকাশিত : ২৩:৪০, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সাথে চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গত সোমবার (২০মে) ব্র্যাক ব্যাংকের হেড অফিসে এই চুক্তি সই হয়।

বাটার ফিনান্স ডিরেক্টর শাম্বু নাথ ঝাঁ এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি অনুসারে ব্র্যাক ব্যাংক পিওএস টার্মিনাল ব্যবহার করে ভিসা, মাস্টারর্কাড ও জেসিবি কার্ডের মাধ্যমে (স্থানীয় ও আন্তজার্তিক উভয় ক্ষেত্রেই) বাটা আউটলটেগুলোতে পেমেন্ট করা যাবে। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডার সকল বাটা আউটলেটে মোট ক্রয়ের ওপর ১০% ক্যাশব্যাক পাবে (সর্বোচ্চ ১,০০০ টাকা)। এই ক্যাম্পেইনটি ২০১৯ রমজানের শেষদিন পর্যন্ত চলবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি