ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ব্র্যাক ব্যাংকের বোর্ড বাজার শাখা আহমদ আলী ইকো কমপ্লেক্সে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের গাজীপুর বোর্ড বাজার শাখা ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের হাজী আহমদ আলী ইকো কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে সোমবার এ অনুষ্ঠানের মাধ্যমে এই শাখাটির উদ্বোধন করা হয়। এ শাখা উদ্বোধনের ফলে ওই এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, রিটেইল বিজনেসের প্রধান কায়সার হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

১৮৬টি শাখা, এস.এম.ই/কৃষি শাখা ও এস.এম.ই সার্ভিস সেন্টার নিয়ে ব্র্যাক ব্যাংক এখন দেশের অন্যতম বৃহৎ অন-লাইন ব্যাংকিং নেটওয়ার্ক। সংবাদ বিজ্ঞপ্তি।    

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি