ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বড়ঠাকুর পাড়া বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:১৯, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালযের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে আজ রোববার সকালে এ উপকরণ বিতরণ করা হয়। রাউজানে সেবা মূলক সংগঠন মানব কল্যাণে এসো কিছু করি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির অন্যতম কর্মকর্তা ও দক্ষিণ রাউজান গাউসিয়া কমিটির সভাপতি আহমেদ সৈয়দ।  উদ্বোধক ছিলেন সংগঠনের দাতা সদস্য সরোয়ার রানা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিউ মুৎসুদ্দী।

বক্তব্য রাখেন সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, মানব কল্যাণ এসো কিছু করির কর্মকর্তা মো.আজিম, মো.নাছির, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও পূর্ব গুজরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নাছের, মোহাম্মদ মুসলেম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোরশেদ আলম, প্রনব বৈদ্য, রুম্পা দাশ গুপ্তা, রশ্মি বিশ্বাস, মুন্নি রানী শীল, হালিমা বেগম, জামাল উদ্দিন।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি