ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা কাটছেই না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৮, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা কাটছেই না। প্রতি সপ্তাহের বাড়ছে দাম। নাজির শাইল, পোলাউয়ের চালসহ বেশ কয়েকরকম চালের দর প্রতি কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। এদিকে চিনির বাজারও লাগামহীন। খোলা চিনি ৭৬ টাকা আর প্যাকেট চিনি ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের দামেই বিক্রি হচ্ছে ছোলা, ডাল, তেল , লবনসহ বেশ কিছু পণ্য। মাছ ও সবজির দামও উর্ধ্বমুখি বলে অভিযোগ ক্রেতাদের । 

গত কয়েক মাস ধরেই বাড়ছে সব ধরনের চালের দাম। নাজির শাইলসহ ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ৫৪ টাকা দরে। দাম বেড়েছে পোলাউয়ের চালেরও। খোলা চাল ৮০ থেকে ৮৮ টাকা আর প্যাকেটজাত চাল ১০০ থেকে বেড়ে ১২০ টাকা রাখা হচ্ছে।

ছোলা, ডাল, তেল, লবন গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে চিনির দাম আকাশচুম্বি। অনেক খুচরা ব্যবসায়ী জানালেন, দাম বেশি হওয়ায় খোলা চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন তারা। পেঁয়াজ-আদার মূল্য স্থিতিশীল হলেও দাম চায়না রসুনের দাম আগের মতোই লাগামহীন।
সবজির বাজারে বেশ কিছু সবজির দামই চড়া বলে অভিযোগ ক্রেতাদের। ভালো মানের বেগুন ৬০ টাকা, কাকরোল ,উচ্ছে, চিচিঙ্গা ৪০ টাকা।
মাছের বাজারে বড় শোল ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা মাঝারি ইলিশ ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে সিটি করপোরেশন নির্ধারিত দরে গরু ও খাসীর মাংস বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি