ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভারত আমার জন্য নিরাপদ না : জাকির নায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি ভারতে ফিরছেন ড. জাকির নায়ক- এমন খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ খবরের প্রতিক্রিয়ায় ড. জাকির নায়েক বলেছেন, এই মুহূর্তে আমি ভারতে ফিরছি না। ভারত এখন আমার জন্য নিরাপদ না। যদি কখনো মনে করি ভারত সরকার আমার সঙ্গে সঠিক বিচার করছে তখনই আমি দেশে ফিরব।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাকির নায়েক বুধবার ভারতে ফিরতে পারেন। মালেশিয়া থেকে এদিন ভারতের উদ্দেশ্যে পাড়ি দিবেন তিনি। কিন্তু এ খবর ছড়ানোর পর দেশে ফেরার কথা অস্বীকার করেন জাকির নায়েক।
দুই বছর আগে বাংলাদেশে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ব্যাপক আলোচনায় আসেন এই ধর্মপ্রচারক। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার বক্তব্য শুনে নাকি উৎসাহ পেয়েছে জঙ্গিরা। তবে এ অভিযোগের প্রেক্ষিতেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার। ভারতেও ব্যাপক সমালোচনায় মুখে তিনি দেশ ছেড়ে আশ্রয় নেন মালেশিয়ায়।
সূত্র : এনডিটিভি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি